শিরোনাম
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৯:৪১
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় গৃহবধূ রুনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সুজন মিয়াকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (৭ অক্টোবর) বিকেলে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এ রায় দেন।


সুজন মিয়া জীবননগরের বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের বাসিন্দা। নিহত রুনা খাতুন একই ইউনিয়নের পাকা গ্রামের বদর উদ্দিন মণ্ডলের মেয়ে।


আদালত সূত্রে জানা গেছে, রায় শেষে সুজন মিয়াকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।


মামলার সরকারি কৌঁসুলি মোহা. শামশুজ্জোহা বলেন, খুনের ঘটনার এক বছরেরও কম সময়ে এ মামলার বিচারকাজ শেষ হওয়া ও আসামির শাস্তি হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।


আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূ রুনা খাতুনকে স্বামী সুজন মিয়া গত বছরের ২৫ অক্টোবর জীবননগর পৌর এলাকার আঁশতলাপাড়ায় ভাড়া বাড়িতে শ্বাসরোধে হত্যা করেন। ওই ঘটনায় নিহত নারীর বাবা বদর উদ্দিন মণ্ডল বাদী হয়ে ওই দিনই জীবননগর থানায় মামলা করেন। মামলার পর জীবননগর থানার পুলিশ সুজনকে গ্রেফতার করে। সুজন স্ত্রীকে খুনের ঘটনা স্বীকার করে পরদিন ২৬ অক্টোবর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। চলতি বছরের ২১ জানুয়ারি সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত ১৪ জনের সাক্ষ্য নেন।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com