শিরোনাম
ডেঙ্গু আক্রান্ত মাগুরার গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১১:১৭
ডেঙ্গু আক্রান্ত মাগুরার গৃহবধূর মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরার দুই সন্তানের মা মাছুমা বেগম (৪০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।


মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের বাসিন্দা মাছুমা গত ২৭ সেপ্টেম্বর জ্বর নিয়ে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে বলে সেখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইচজ্জামান জানান।


বলেন, দুই দিন পর ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিতে বলেছিলেন তারা। তবে দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য মাছুমা বেগমকে ২৯ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয় বলে তার পরিবারের বরাত দিয়ে লিটন হোসেন নামে তাদের একজন প্রতিবেশী জানান।


তিনি বলেন, সেখানে তিন দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেলে ও পরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।


এদিকে শনিবার সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে একই পরিবারের চারজনসহ পাঁচ জন রোগী মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন বলে সেখানকার মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান।


তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে সৈয়দা বেগম (৬০), জলি বেগম (৩০), মুসফিকা (২০) ও আফরিন (১৪) নামে একই পরিবারের চার জনসহ পাঁচ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


একই পরিবারের অক্রান্ত চারজনের বাড়ি মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে। বর্তমানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com