শিরোনাম
রংপুরে ভোটার কম, কেন্দ্র ফাঁকা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ১৩:৫৬
রংপুরে ভোটার কম, কেন্দ্র ফাঁকা
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শনিবার সকাল ৯ টায় শুরু হলেও ভোটারের উপস্থিতি তেমন নেই। ফলে অধিকাংশ কেন্দ্রই ফাঁকা। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের নিরুত্তাপ ভোট গ্রহণের এই চিত্র দেখা গেছে।


সরজমিনে গিয়ে দেখা গেছে, শনিবার বেলা ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত রংপুর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়ছে ৮৩ টি। এই কেন্দ্রে ভোটার রয়েছেন দুই হাজার ৫৯ জন। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পুলিশ একেএম রবিউল ইসলাম এই তথ্য জানিয়ে বলেন, আশা করছি দুপরের পর ভোটাররা আসবেন।


এদিকে, বেলা ১২ টায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফ জানান, এই ভোট কেন্দ্রে দুই হাজার ৮১৩ টি ভোট রয়েছে। এরমধ্যে বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৭৮টি।


কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রিজাইিডিং ফেরদৌস আলম জানান, মোট এক হাজার ৭৩৮ ভোটের মধ্যে বেলা ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬১ টি।


কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজহারুল ইসলাম জানান, তার কেন্দ্রে ভোট সংখ্যা তিন হাজার ৬৪৯ টি। এরমধ্যে বেলা সোয়া ১২টা পর্যন্ত ভোট পড়ছে মাত্র ২৫০ টি ভোট পড়েছে।


নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক আনোয়ার আল সাদাত মোল্লা জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ১৭। এরমধ্যে বেলা ১২ টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ২১৭ টি।


রংপুর-৩ আসনটি সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং রংপুর সিটি করপোরেশনের নয় থেকে ৩৩ টি মোট ২৫ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এরমধ্যে নগরীর ২৫টি ওয়ার্ডে ভোটের চিত্র একই রকম হলেও ইউনিয়নগুলোতে কিছুটা ভোট বেশি পড়ছে বলে জানা গেছে।


এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, শহর এলাকায় ভোটার উপস্থিতি কম থাকলেও ইউনিয়নগুলোতে ভোটার উপস্থিতি বেশি আছে। দুপুরের পর আরো বেশি ভোটার উপস্থিত হবেন।


বিবার্তা/সোহেল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com