শিরোনাম
ভোলায় জলডাকাত বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেফতার
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৯, ১৭:২২
ভোলায় জলডাকাত বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেফতার
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার মেঘনার জেলে পল্লীগুলোর আতঙ্ক খুন ও অপহরণের নায়ক জলডাকাত বাহিনীর প্রধান কুখ্যাত জাকির উরফে ডাকু জাকিরকে (৪০) দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।


শুক্রবার ( ৪ অক্টোবর ) ভোর রাতে সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকার মেঘনা নদীর পার থেকে তাকে গ্রেফতার করা হয়।


কোস্টগার্ড জানান, জলডাকাত জাকির বাহিনী দীর্ঘ দিন যাবত মেঘনা নদীতে ডাকাতি পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতাই শুক্রবার ভোর রাতে মেঘনা নদীতে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ একটি টিম পরানগঞ্জ এলাকার মেঘনা নদীর কিনারে অভিযান চালায়। এ সময় জলডাকাত বাহিনীর প্রধান জাকিরকে গ্রেফতার করতে পারলেও তার সহযোগিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশীয় দুটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে ডাকাত জাকিরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।


জানা যায়, ইলিশ মাছের মৌসুম মেঘনা চ্যানেল দিয়ে হাতিয়া সন্দীপ থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়া ট্রলার লুট করা এবং মাছ ঘাট দখলই ছিল এদের প্রধান কাজ। অন্য সময়ে জেলেদের অপহরণ করে মুক্তিপন আদায় করে এই দস্যু নেতা জাকির।


বিবার্তা/শাহীন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com