শিরোনাম
‘ক্যাসিনো ব্যবসা ছেড়ে টমেটো চাষ করুন’
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:২৫
‘ক্যাসিনো ব্যবসা ছেড়ে টমেটো চাষ করুন’
সাতক্ষীরা প্রদিনিধি
প্রিন্ট অ-অ+

ক্যাসিনো ব্যবসা ছেড়ে টমেটো চাষ করার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দুর্বৃত্ত যেই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবেনা। দুর্বৃত্তদের কোন দল নেই। তাদের পরিচয় দুর্বৃত্ত। ক্যাসিনো ব্যবসাসহ সকল অবৈধ ব্যবসা পরিচালনাকারিরা গ্রামের ক্ষেতে টমেটো চাষ করুন।


তিনি আরো বলেন, আগামী বছর থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে ন্যায্য মুল্য নিশ্চিত করা হবে।


মন্ত্রী বলেন, আগামীতে দলীয় কমিটিগুলোতে অনুপ্রবেশকারিদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।


কৃষিমন্ত্রাণলয়ের সচিব নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মোস্তফা লুৎফুল্লাহ, সদর (২) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানসহ কৃষি মন্ত্রনালয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।


বিবার্তা/সেলিম/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com