শিরোনাম
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ১৮:০৪
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার কুমারখলীতে স্ত্রী হত্যা মামলায় জনি (২৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।


দন্ডপ্রাপ্ত জনি সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বকুলের ছেলে।


আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জনি তার স্ত্রী জোনাকি খাতুনকে (১৯) বাবার বাড়ি থেকে ৫০হাজার টাকা এনে দিতে বলে। এতে জোনাকি রাজি না হওয়ায় জনি হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঘরের ডাফের সাথে ঝুলিয়ে রাখে।


এঘটনায় জোনাকির মা আসমা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১জুলাই আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আদালত উপরিউক্ত রায় ঘোষণা করেন।


রায়ের সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি এ্যাডভোকেট মেহেদী হাসান জানান, আসামী জনির বিরুদ্ধে আনীত অভিযোগে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় আদালত আসামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন এবং এক লক্ষ টাকা জরিমানা করেন।


বিবার্তা/শরীফুল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com