শিরোনাম
তানোরে কীটনাশক ব্যবহার বন্ধে র‌্যালি
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ২০:৩৮
তানোরে কীটনাশক ব্যবহার বন্ধে র‌্যালি
তানোর (রাজশাহী) সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোরে নির্বিচারে কীটনাশক ব্যবহার বন্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (০২ অক্টোবর) সকাল ১১টায় বরেন্দ্র জনসংগঠন সমন্বয় কমিটি ও বে-সরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর উদ্যোগে উপজেলা চত্বরে সচেতনমূলক র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এসে এ আলোচনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তারা নির্বিচারে কীটনাশক ব্যবহার বন্ধে জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি মৎস্য চাষেও পুকুরে অতিরিক্তি কীটনাশকের ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন।


বারসিক বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।


এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সামিমুল ইসলাম, তানোর থানা (ওসি) তদন্ত রাকিব হাসান, তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জোবেদা খানম, বারসিক সহযোগী কর্মসূচী কর্মকর্তা অমৃত কুমার সরকারসহ কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


বিবার্তা/অসীম/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com