শিরোনাম
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ১৫:০২
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
আখাউড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদেশের এ আমদানি-রফতানি বন্ধ রয়েছে।


আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল থেকে বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম খোলা থাকবে।


পর দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা চার দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।


পরে লক্ষ্মীপূজা উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) ও সোমবার (১৪ অক্টোবর) এ দুদিন বাণিজ্য বন্ধ থাকবে।


তবে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।


১৫ অক্টোবর সকাল থেকে এ স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে।


আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।


আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই ) আবদুল হামিদ জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com