শিরোনাম
পেঁয়াজের কেজি ১০০ রাখায় জরিমানা ৪৫ হাজার!
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৯, ০৯:১১
পেঁয়াজের কেজি ১০০ রাখায় জরিমানা ৪৫ হাজার!
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এক কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা রাখার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার সন্ধ্যায় নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী ও মাইজদী পৌর বাজারের ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


চৌমুহনী বাজারে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় গুদামভর্তি পেঁয়াজের মজুত দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের কেজি ১০০ টাকা নেয়ার অপরাধে চৌমুহনীর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার ও মাইজদী পৌরবাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com