শিরোনাম
এবার ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১
এবার ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও সরকার উৎখাতের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে এবার ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁ’য়ের সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট অরুণাশু দত্ত টিটো বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।


মামলার এজাহারে বলা হয়, বিএনপি নেতা শামছুজ্জামান দুদু চলমান শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। গত ১৭ সেপ্টেম্বর রাত দশটায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের রাজনৈতিক বিষয়ক টকশো 'রাজকাহনে' দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনাও বিদায় হবে। এতে বোঝা যায় দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত।


এর আগে দুদুর বিরুদ্ধে এর আগে গত ১৯ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদুর বিরুদ্ধে মামলা করেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি। একই দিন চট্টগ্রাম আদালতে দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম। এরপর ২৫ সেপ্টেম্বর খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।


প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশন চ্যানেলে 'ছাত্রদল থেকে কাউন্সিল : বিএনপির ভাবনা কী?' শীর্ষক টকশোতে অন্য অতিথিদের সঙ্গে কথা প্রসঙ্গে বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশলের কথা তুলে ধরেন দুদু।


তিনি বলেন, কৌশল হচ্ছে, আওয়ামী লীগকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনা সেভাবে বিদায় হবে।


বিবার্তা/তুরান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com