শিরোনাম
সুযোগ পেলেই রসায়নের ক্লাস নেন ডিসি সেলিম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮
সুযোগ পেলেই রসায়নের ক্লাস নেন ডিসি সেলিম
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কেএম কামরুজ্জামান সেলিম ২০১৮ সালে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। যোগদানের পরই তিনি জেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শুরু করেন। পথে কোনো বিদ্যালয় পেলে তিনি সেখানে নেমে পড়েন। শিক্ষক-শিক্ষার্থীর খোঁজ-খবর নেন। কোনো কোনো সময় শ্রেণিকক্ষে ঢুকে ক্লাস নেন।


বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিসি কেএম কামরুজ্জামান সেলিমকে দেখা গেছে ঠাকুরগাঁও শহরের কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে। সেখানে তিনি নবম শ্রেণির শিক্ষার্থীদের রসায়নের ‘রাসায়নিক বিক্রিয়া’ অধ্যায়টি পড়াচ্ছিলেন। খোঁজ নিয়ে জানা গেল, জেলা প্রশাসক ওই বিদ্যালয়ে রসায়নের ক্লাস নেন।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে পরিদর্শনে এসে জেলা প্রশাসক রসায়নের ওপর শিক্ষার্থীদের আরো জোর দেয়ার বিষয়টি অনুভব করেন। সেই অনুভব থেকেই কামরুজ্জামান সেলিম রসায়ন শিক্ষকের সঙ্গে কথা বলে পাঠ্যসূচির কয়েকটি অধ্যায় ভাগাভাগি করে শুরু করেন পাঠদান। সেই থেকে তিনি সময় বের করে চলে আসেন বিদ্যালয়ে। পাঠদান সেরে ফিরে যান পেশাগত কাজে।


এ ব্যাপারে রসায়ন বিষয়ের শিক্ষক হারুন আর রশিদ বলেন, ডিসি স্যারের পাঠদান-কৌশল না দেখলে বঞ্চিত হতাম। তাঁর কাছ থেকে পাঠদানের অনেক কিছু শেখার রয়েছে। সুযোগ পেলেই আমি স্যারের ক্লাসে ছাত্র হয়ে বসে পড়ি।


শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ নলিনী মোহান্ত বলেন, ডিসি মহোদয় এই প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে নিয়মিত ক্লাস নিচ্ছেন। তিনি ক্লাস শুরু করার পর থেকে শিক্ষার্থীদের ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।


জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি। আমি মনে করি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে দক্ষ হওয়া ছাড়া ভালো ফল করার উপায় নেই। তাই কোনো বিদ্যালয়ে গেলে রসায়ন বিষয়ে পাঠদানের এ সুযোগ হাতছাড়া করি না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com