শিরোনাম
দিনাজপুরে ভারতীয় হাইকমিশনার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৬
দিনাজপুরে ভারতীয় হাইকমিশনার
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের আমন্ত্রণে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ নয়াবাদ মসজিদ, কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)বিকাল ৩টায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সভাপতিত্বে দীপ্ত জীবন হাসপাতাল প্রাঙ্গনে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।পরে প্রতিবন্ধী, দুঃস্থদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করেন।


দীপ্ত জীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।


এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ ঐতিহাসিক নয়াবাদ মসজিদ, কান্তজীউ মন্দির ও মন্দিরের প্রবেশ পথে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে অবস্থিত সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দলোনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন।


মন্দিরে প্রাঙ্গনেদিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষের সঞ্চালনায় ছোট্ট পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মনোরঞ্জন শীল গোপাল এমপি প্রধান অতিথি রিভা গাঙ্গুলী দাশকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, ভারতীয় হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) নবনিতা চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর সদর সার্কেলের এসপি সুশান্ত সরকার, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, কাহারোল নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন।


রীভা গাঙ্গুলি দাশ বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আগামীতে এই সম্পর্ক আরো গভীরতর হবে। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য রয়েছে। ভারতে বিদেশ থেকে যে পরিমাণ লোক যায়, তার মধ্যে বাংলাদেশর মানুষের সংখ্যা বেশি। গত বছর আমরা ১৫ লাখ ভিসা দিয়েছি। মানুষে মানুষে যে সম্পর্ক তা আমাদের দুই দেশের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। এক কথায় বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনলী অধ্যায়।


আসন্ন শারদীয় দুর্গাপুজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ ভারতের সম্পর্ক যাতে আরো গভীর হয় সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।


বিবার্তা/মিলন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com