শিরোনাম
নুসরাতের বোনকে হত্যাচেষ্টার মামলায় ননদ গ্রেফতার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪
নুসরাতের বোনকে হত্যাচেষ্টার মামলায় ননদ গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির খালাতো বোন ফারজানা আক্তার ফাহিমাকে হত্যাচেষ্টার ঘটনার মামালায় তার ননদ আলেয়া বেগমকে গ্রেফতার করেছে কপুলিশ।


রবিবার গভীর রাতে ছাগলনাইয়া থানা পুলিশ আলেয়া বেগমকে গ্রেফতার করে।


ফারজানা আক্তার ফাহিমের মা রুপিয়া আক্তার বাদী হয়ে রবিবার রাতে ফুলগাজী থানায় ফারজানার স্বামী নয়ন ছিদ্দিক, দেবর মনসুর আলম, শাশুড়ি ছেমনা খাতুন এবং ননদ আলেয়া বেগমকে আসামি করে মামলাটি দায়ের করেন।


অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানিয়েছেন।


প্রসঙ্গত অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারজানা আক্তারের দেবর তাকে হত্যাচেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।


গত শনিবার ফারজানা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর জেলার ফুলগাজীর জিএম হাট ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তাকে নির্যাতন করা হয়।


এর আগে তাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার ঠোঁটে চারটি সেলাই দেয়া হয়েছে। আঘাতে তার দাঁতের মাড়ি নড়বড়ে হয়ে গেছে।


ফারজানা আক্তারের বাবার বাড়ি ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নে। তিনি দুর্গাপুর সিংহনগর গ্রামের কালা মিয়া চৌধুরীবাড়ির দেলোয়ার হোসেনের মেয়ে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com