শিরোনাম
জেলখানায় মা হলেন রাফি হত্যা মামলার আসামি মনি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২
জেলখানায় মা হলেন রাফি হত্যা মামলার আসামি মনি
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী জেলা কারাগারে বন্দী থাকা নুসরাত হত্যা মামলার আসামি কামরুন নাহার মনি কন্যা সন্তানের মা হয়েছেন। তিনি নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গত ৬ মাস ধরে কারাগারে বন্দী আছেন।


ফেনী কারাগারের জেলার দিদারুল আলম সাংবাদিকদের জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর)সন্ধ্যার দিকে কামরুন নাহার মনির প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টায় মনি কন্যা সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও মেয়ে দুইজনই সুস্থ আছেন।


হাসপাতালে মেয়ের সাথে আছেন মনির মা নুরের নাহার। তিনি জানান, নুসরাত হত্যা মামলায় মনি যখন গ্রেফতার হয় তখন তিনি পাঁচ মাসের গর্ভবতী ছিলেন।


আদালতে মনির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক ডাক্তার আবু তাহেরের নেতৃত্ব গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড ২৪ সেপ্টেম্বর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ দিয়ে তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দেন।


ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু তাহের মুঠোফোনে জানান, কামরুন নাহার মনি ও নবজাতক সুস্থ আছে। কারা কর্তৃপক্ষ চাইলে আজকে তাদের নিয়ে যেতে পারবে।


প্রসঙ্গত, সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে চলিত সপ্তাহে রায়ের তারিখ ঘোষণা হতে পারে।


এ মামলায় কামরুন নাহার মনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার অভিযোগপত্রে মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে যে পাঁচ আসামি নুসরাতকে হাত-পা বেঁধে আগুন লাগিয়েছেন মনি তাদের একজন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com