শিরোনাম
কুষ্টিয়ায় শিশুসহ নতুন ডেঙ্গু রোগী ২৭, চিকিৎসাধীন ৮৯
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৮
কুষ্টিয়ায় শিশুসহ নতুন ডেঙ্গু রোগী ২৭, চিকিৎসাধীন ৮৯
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরো ২৭জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।


সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এ ২৭জন রোগী ভর্তি হয়েছে। বর্তমান কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুসহ মোট আরো ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।


এ পর্যন্ত জেলায় মোট ১০০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে।


কুষ্টিয়া সিভিল সার্জন ডা. রওশন আরা বিষয়টি নিশ্চিত করে জানান, মাঝে কিছুটা কমলেও গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই গড়ে প্রায় ২৫-৩০জন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এসব ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চিকিৎসা সেবা দিতে কিছুটা হিমশিম খেতে হলেও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিবার্তা/শরীফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com