শিরোনাম
বেনাপোলে ডলারসহ ভারতীয় নাগরিক আটক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২
বেনাপোলে ডলারসহ ভারতীয় নাগরিক আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ২৫ হাজার ইউএস ডলারসহ রাকেশ মন্ডল (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করা হয়।


আটক রাকেশ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার সুরাখালি গ্রামের গোলাম মন্ডলের ছেলে।


যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি) জানান, গোপন সংবাদে জানা যায়, একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ ডলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন খবরে বিজিবি আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। এসময় আমড়াখালী চেকপোস্টের সামনে বেনাপোল হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৫-২১৬৪) একটি এসি বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে সন্দেহজনক একজন ভারতীয় নাগরিকের পরিহিত কেডস তল্লাশি করে কেডসের শোলের নিচে হতে ২৫ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয় এবং সাথে ৩৭৭০ টাকা, ইমিটেশন ১.৫ কেজি, থ্রি পিস ৪ টি, শাড়ি ১ টি, শার্ট ৩টি ও ১টি মোবাইলসহ তাকে হুন্ডি ব্যবসায়ী হিসেবে আটক করা হয়। আটককৃত হুন্ডি এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লাখ ৬৬ হাজার ৭৭০ টাকা।


আটককৃত ডলারসহ আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান৷


বিবার্তা/রহমান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com