শিরোনাম
ভিক্ষা করে বেড়ানো রফিকুল একটা কার্ড চায়!
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২২
ভিক্ষা করে বেড়ানো রফিকুল একটা কার্ড চায়!
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া কুল বাঁশাটী গ্রামের পঙ্গু স্ত্রী শাফিয়া খাতুনকে নিয়ে পথে পথে ভিক্ষা করে বেড়ানো ৬৭ বছর বয়সী রফিকুল ইসলাম বয়স্ক ভাতার একটা কার্ড চায়।


সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ডে ভিক্ষা করা অবস্থায় এ কার্ড চাওয়ার কথা বলেন তিনি।


জানা যায়, তাদের কোনো ছেলে-মেয়ে নেই। বড় ভাইয়ের একটি প্রতিবন্ধী মেয়ে এনে লালন পালন করে বিয়ে দোয়ার পর সে গাজীপুরে একটি গার্মেন্টসেকাজ করতো। কয়েক বছর আগে সেখানে মেয়েকে দেখতে গেলে বাসের ধাক্কায় কোমর ভেঙে স্ত্রী শাফিয়াও পঙ্গু হয়ে পড়ে। এরপর থেকে তাকে এভাবে বয়ে বেড়ানো যেন রফিকুলের পেশায় পরিণত হয়েছে।


বৃদ্ধ রফিকুল ইসলাম বলেন, আইজ পর্যন্ত একটা কাডও পাইছি না। পথে পথে ভিক্ষা করে কোনমতে দিন চলে। আমার স্ত্রীর একটা পঙ্গু কার্ড পাইলেও কিছুডা চলতে পারতাম। ভিক্ষা করে ওষুধ কিইন্না তাড্ডা তারই অয় না। এমতাবস্থায় সরহারে একটা কাড দিলে উপকৃত অইতাম।


এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, উনাকে আমার অফিসে নিয়ে আসবেন, দেখবোনে।


বিবার্তা/বাপ্পী/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com