শিরোনাম
নড়াইলে সাংস্কৃতিক ক্ষেত্রে ৫ গুণীজনকে সম্মাননা প্রদান
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪০
নড়াইলে সাংস্কৃতিক ক্ষেত্রে ৫ গুণীজনকে সম্মাননা প্রদান
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি, নড়াইলের আয়োজনে এ সম্মাননা দেয়া হয়।


গুণী শিল্পীরা হলেন হলেন লোক সংস্কৃতিতে আব্দুল গফ্ফার মোল্যা, যন্ত্র সংগীতে মোঃ রবিউল ইসলাম, চারুকলায় কংকর কুমার সূত্রধর, সংগীতে মোঃ মাহবুবুর রহমান লিটু ও নাট্যকলায় সৈয়দ ওসমান আলী।


গুণী শিল্পীতের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা মোঃ হায়দার আলী, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিলু/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com