শিরোনাম
বেরোবিতে বঙ্গবন্ধু পরিষদ নেতার কক্ষ ভাঙচুর
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৯
বেরোবিতে বঙ্গবন্ধু পরিষদ নেতার কক্ষ ভাঙচুর
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিয়ার রহমানের কক্ষ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।


এ বিষয়ে মশিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় একটি ব্যাচের ক্লাস ছিল। আমি ক্লাস নিতে গিয়ে দেখি আমার কক্ষের দরজার তালা ভাঙা, ভেতরের সব জিনিসপত্র ভাঙচুর করা এবং কাগজপত্র রুমে এলোমেলোভাবে পড়ে আছে।


তিনি বলেন, আমি আমার কোর্সে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ এর ওপর অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। এ নিয়ে বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী শক্তি আমার সমালোচনা করে। বঙ্গন্ধুর আদর্শ ধারণ করি বলেই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আমার রুমে হামলা চালিয়েছে বলে ধারণা করছি।


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান বলেন, আমরা বিষয়টি অবগত হওয়ার সাথেই প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যাই। সিসি টিভির ফুটেজ ও তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব।


বিবার্তা/শিপন/আবদাল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com