
ময়মনসিংহে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বাবুল মিয়া (২৫), কবির মিয়া (২৬), লিপসন মিয়া (২১), মাসুম হৃদয় খান (২০) ও এনামুল হক (১৯)।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘণ্টায় ডিবির অভিযানে শহরের আকুয়া ও ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও গৌরীপুর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বিবার্তা/মিরাজ/আবদাল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]