শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর আয়োজনে মঙ্গলবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন স্কুল কলেজের শতাধিক ছাত্রছাত্রী সহ ইএসডিও ও এমকেপি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসময় বক্তব্য দেন, ইএসডিও প্রজেক্ট অফিসার আতিয়া ইসলাম রিতু, এমকেপির জেলা সমন্বয়কারি নাজমিন বেগম স্নিগ্ধা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।


সমাবেশে বক্তারা সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদ জানান। সেই সাথে যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তিরও দাবি জানান তারা।


বিবার্তা/বিধান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com