শিরোনাম
অবশেষে মৃত্যু পথযাত্রী পেলেন বয়স্ক ভাতার কার্ড
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩০
অবশেষে মৃত্যু পথযাত্রী পেলেন বয়স্ক ভাতার কার্ড
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৪০ বছরের মৃত্যু পথযাত্রী শয্যাশয়ী প্রবীণ আব্দুস ছোবাহান মুন্সী।


এর আগে তিনি বয়স্ক ভাতা পাননি মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে বিষয়টি জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি গোচর হয়।


সে মতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের নির্দেশে রবিবার (১ সেপ্টম্বর) বিকেলে উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মণ্ডল নিজে আব্দুস ছোবাহান মুন্সীর হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। দ্রুততম সময়ে বয়স্কভাতার কার্ড পেয়ে খুশি তার পরিবার।


আব্দুস ছোবাহান মুন্সী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জীবনপুর গ্রামের মৃত খাঁন মাহমুদ মুন্সীর ছেলে।


তিনি বিছানায় শয্যাশয়ী। তারপরও তার বয়স্ক ভাতার কার্ড বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।


বিবার্তা/রুবেল/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com