শিরোনাম
মিন্নির জামিনের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০
মিন্নির জামিনের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ফাইল ছবি
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিনের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) ওই আদেশ প্রকাশিত করা হয়।


এরআগে, এর আগে শনিবার (৩১ আগস্ট) বরগুনা জেলা কারাগারে মিন্নির সাথে দেখা করে তাকে দুটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম।


তিনি বলেন, মিন্নিকে দুটি বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রথমত, মুক্ত হওয়ার পর তিনি যেন কোনো গণমাধ্যমের সঙ্গে কথা না বলেন। দ্বিতীয়ত, হাইকোর্ট জামিন দিলেও দাফতরিক কাজ শেষে রিলিজ অর্ডার পেতে আরো কয়েকদিন সময় লাগবে।


তিনি আরো বলেন, মিন্নি জেল থেকে বের হওয়ার জন্য মুখিয়ে আছেন। জেলখানায় রিলিজ অর্ডার পৌঁছালেই তার মুক্তি দেবে কারাগার। তবে এ জন্য মিন্নি যেন হতাশ না হন, সে বিষয়ে তাকে বুঝিয়ে বলা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিন্নির জামিন আদেশ দেন। আদালতে মিন্নির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী মশিউর রহমান ও মাক্কিয়া ফাতেমা ইসলাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী।


প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে প্রকাশ্য বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


বিবার্তা/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com