শিরোনাম
রংপুরে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৮:৫৪
রংপুরে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের পীরগঞ্জে কৃষক আব্দুস সাত্তার হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার (২৮ আগস্ট) দুপুরে রংপুরের বিশেষ জজ আহসান তারেক এ রায় প্রদান করেন।


কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ফুলু মিয়া, ছকমল হোসেন, এনসান আলী, মন্টু মিয়া, আকমল হোসেন, মনোহর বর্ম্মন, সাইফুল ইসলাম, শাহাজাহান মিয়া , আবেদ আলী ও দুলা মিয়া।


আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ জানুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর মদনখালি গ্রামের কৃষক আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১০ আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।


পুলিশ তদন্ত শেষে ১০ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় বাদী পক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দীর্ঘ ১৭ বছর পর ১০ আসামিকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।


মামলায় ১০ আসামির মধ্যে ছকমল হোসেন, এনসান আলী, সাইফুল ইসলাম ও দুলা মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকী ছয় আসামি পলাতক রয়েছে। রায়ে আদালত বলেছে পলাতক আসামিরা গ্রেফতার হবার পর তাদের রায় কার্যকর হবে।


বাদী পক্ষের আইনজীবি জয়নাল আবেদীন অরেঞ্জ জানান, এতদিন মামলাটি অন্য আদালতে বিচারাধীন ছিলো কিছুদিন আগে বিচারের জন্য বিশেষ আদালতে আসে। সাক্ষ্য ও জেরা শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত । এ রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান।


অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী খাতুনে জান্নাত সুইট জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।


বিবার্তা/রশীদ/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com