শিরোনাম
নওগাঁয় দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৫:৪৩
নওগাঁয় দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁয় মানবিক সাহায্য সংস্থা এমএসএসের উদ্যোগে শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।


মঙ্গলবার শহরের বাঙ্গাবড়ীয়া নওগাঁ সদর কার্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা আল মামুন। আরো উপস্থিত ছিলেন নওগাঁ মানবিক সাহায্য সংস্থার প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম, মনিটরিং অফিসার শহিদুল্লাহ রাসেল, শাখা ব্যবস্থাপক হিরন আলী, বাহাদুর হোসেন, রহিদুল ইসলাম প্রমুখ।


বিগত বছরের মতো এবারো মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে সংস্থার উপকারভোগীর মেধাবী সন্তানদের মধ্যে অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৭ হাজার ২০০ টাকা, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৯ হাজার ৬০০ টাকা ও মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


বিবার্তা/নবী/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com