শিরোনাম
ফরিদপুরে ব্রিজ ভেঙে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৮
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৮:৩৩
ফরিদপুরে ব্রিজ ভেঙে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৮
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ফুলদী রেলগেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনন্ত ৩০ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


ফরিদপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের পাটকাটিগামী কমফোর্ড পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে সেতুতে উঠার পর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যান।



ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোদ্দার জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।


ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, আহতদের উদ্ধার করা হয়েছে, তাদের অনেককে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।


খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি দল, হাইওয়ে থানা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশসহ স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়।


বিবার্তা/জহির


>>ফরিদপুরে ব্রিজ ভেঙে বাস খাদে, নিহত ৬

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com