শিরোনাম
কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৫:০৬
কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা
কাউখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুর জেলার কাউখালীতে পালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টায় শহরের শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।


মঙ্গল শোভাযাত্রা ফিতা কেটে উদ্বোধন করেন শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখড়াবাড়িতে এক আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ওসি মো: কামরুজ্জামান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল চন্দ্র কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ অলোক কর্মকার, পল্টু বসু ও সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর।


এ সময় উপস্থিত ছিলেন কাউখালী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী সুশীল চন্দ্র হাওলাদার ।


আলোচনা শেষে একটি ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।


বিবার্তা/বশির আহম্মেদ/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com