শিরোনাম
বরিশালে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১২:৪৭
বরিশালে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালে পরমেশ্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।


শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টায় লাইন রোডের মুখে অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পপতি বিজয় কৃষ্ণ দে।


রাখাল চন্দ্র দের সভাপতিত্বে আলোচকরা বলেন, অত্যাচার-অনাচারের কারণে পৃথিবীতে যখন ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটে।


এ সময় তিনি দুষ্টের দমন করে সমাজে শান্তি ফিরিয়ে আনেন। তেমনি এদেশে যারা অরাজকতা সৃষ্টি করে সমাজের শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।


এ সময় আরো বক্তব্য রাখেন, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু. ডা. ভাস্কর সাহা, মৃনালকান্তি শাহা সহ অন্যান্যরা।


উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি নিয়ে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।


বিবার্তা/জসিম/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com