শিরোনাম
সশব্দ বায়ু ত্যাগ করে ধরা পড়ল অভিযুক্ত!
প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১৪:৪৮
সশব্দ বায়ু ত্যাগ করে ধরা পড়ল অভিযুক্ত!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অপরাধ করেও বেশ লুকিয়ে ছিলেন তিনি। পুলিশ তন্নতন্ন করে খুঁজেও খুঁজে পাচ্ছিল না তাকে। শেষপর্যন্ত অভিযুক্তের বাতকর্মই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। ভুল সময়ে সশব্দে ‘বেরিয়ে পড়ে’ বিপদ ডেকে আনল।


পুলিশের হাতে ধরা পড়ে গেলেন অভিযুক্ত। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে এমন ঘটনা ঘটেছে।


অঙ্গরাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় দিন কয়েক আগে। তার খোঁজে হানা দেয় ক্লে কাউন্টি শেরিফ অফিসের পুলিশ। কিন্তু বাড়ির কাছে বহু খুঁজেও হদিশ মিলছিল না তার।


এমন সময় একটি অপ্রত্যাশিত শব্দ ভেসে এল বাড়ির কাছের ঝোপ থেকে। কাছে যেতেই দুর্গন্ধ। আর এতেই পুলিশকর্মীরা বুঝে গেলেন, অভিযুক্ত রয়েছে ঝোপের আড়ালে। সেখান থেকে তাকে বের করে এনে গ্রেফতার করা হয়।


বাতকর্মের শব্দ ও গন্ধের সূত্র ধরে অভিযুক্তের ধরা পড়ার কাহিনি এর আগে তেমন শোনা যায়নি।


আর ক্লে কাউন্টি শেরিফ অফিসের ভেরিফায়েড হ্যান্ডলে ঘটনার উল্লেখ করে লেখা হয়েছে, আপনার বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, পুলিশ যদি আপনার খোঁজে তল্লাশি চালায় আর আপনি যদি সশব্দে বায়ু ত্যাগ করেন, তবে আপনার গোপন আস্তানা উন্মুক্ত হয়ে যাবে, আর এটা আপনার জীবনে একটা খুব খারাপ দিন হবে।


পুলিশের এমন টুইট ভাইরাল হতে সময় নেয়নি। আর নেটিজেনও তাদের মতো করে প্রশংসায় ভরিয়ে দিয়েছে এই টুইটটিকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com