শিরোনাম
তিনতলার থেকে নিচে পড়ার আগে রুদ্ধশ্বাস ‘ক্যাচ’
প্রকাশ : ০২ জুলাই ২০১৯, ১৪:৩৩
তিনতলার থেকে নিচে পড়ার আগে রুদ্ধশ্বাস ‘ক্যাচ’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন ১৭ বছরের যুবক ফিউজি জাব্বাত। হঠাৎ উপরের দিকে তাকাতেই তিনি লক্ষ্য করেন ওই আবাসনের তিনতলার একটি জানালা দিয়ে ঝুঁকে পড়েছে বছরের দু’য়েকের একটি মেয়ে।


মেয়েটি পড়ে যাবে বলে যখন তিনি চেঁচিয়ে ওই আবাসনের অন্যদের সাবধান করতে গেলেন, ঠিক তখনই তিনতলা থেকে পড়ে যায় বাচ্চাটি। মুহূর্তের তৎপরতায় পড়ন্ত শিশুটিকে লুফে নিলেন তিনি। তাই তিনতলা থেকে পড়েও কোনো আঘাত লাগেনি শিশুর।


আর শিশুটি মাটিতে পড়ার আগেই তাকে লুফে নেয়ার ঘটনা ধরা পড়েছে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।


এই ঘটনাটি ইস্তাম্বুলের যেখানে ঘটেছে সেখানকারই একটি ওয়ার্কশপে কাজ করেন জাব্বাত। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা জাব্বাতের প্রশংসায় পঞ্চমুখ। তাদের মুখে একটাই কথা, জাব্বাত না থাকলে মেয়েটির কী অবস্থা হত? সূত্র: আনন্দাবজার পত্রিকা



বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com