শিরোনাম
সিংহের মুখ থেকে বাঁচতে...
প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৫:২৬
সিংহের মুখ থেকে বাঁচতে...
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুইয়ের হুয়াঙ্গে ন্যাশনাল পার্কে প্রতিদিন অনেক পর্যটক আসেন বনের প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে বিচরণ দেখতে। প্রায়ই দর্শণার্থীদের চোখে সিংহের শিকার করার দৃশ্য চোখে পড়ে।


কিন্তু এবারের দৃশ্যটা একটু অন্যরকম। একটি সাফারির গাড়ির জানালা থেকে করা ভিডিওতে দেখা যায়, এক বুনো কুকুরের ঘাড়ে কামড় দিয়ে আছে এক সিংহ। কুকুরটির শরীরেও নড়াচড়ার লেশমাত্র নেই।


কিন্তু এর মধ্যেও কুকুরটিকে ছেড়ে যায়নি তার পালের অন্য বন্ধুরা। নানাভাবে সিংহকে বিরক্ত করাই ছিল তাদের উদ্দেশ্য।


শুরুতে পালের অন্য কুকুরদের পাত্তা না দিলেও, বনের রাজা বলে কথা। মুখের কুকুরটি মারা গেছে নিশ্চিত হয়ে, আশেপাশের কুকুরগুলোকে একটু ধমক দেয়ার চিন্তা করে সিংহ। কিন্তু মুখের কুকুরটিকে যেই না মাটিতে রেখেছে, অমনিই সে উঠে দৌড়, এক ছুটে সিংহের আওতার বাইরে।


কুকুরের এই কাণ্ড দেখে অবাক দর্শকরাও।


ইউটিউবে ১৬ মে শেয়ার করা ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। মাত্র দুই সপ্তাহে ভিডিওটি দেখেছেন ২৭ লাখেরও বেশি মানুষ।



সূত্র: ডয়চে ভেলে


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com