শিরোনাম
বদলে গেল কিলোগ্রামের আদর্শ মানের সংজ্ঞা
প্রকাশ : ২১ মে ২০১৯, ০৮:৫৮
বদলে গেল কিলোগ্রামের আদর্শ মানের সংজ্ঞা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত ১৩০ বছর ধরে প্রচলিত ওজনের একক কিলোগ্রামের সংজ্ঞা বদল সোমবার থেকে কার্যকর করা হয়েছে।


গত বছরের নভেম্বর মাসে ফ্রান্সের ভার্সাই নগরীতে ওজন এবং মাপ নির্ণয় সংক্রান্ত এক সম্মেলনের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছিল।


নিত্য প্রয়োজনীয় বহু পণ্য কেনা-বেচার হয় কিলোগ্রামের ভিত্তিতে।


পদার্থবিদরা বলেছেন, ১৩০ বছরের পুরনো একটি বিষয়ের উপর আর নির্ভর করা যায় না। কিলোগ্রামকে নতুনভাবে ব্যবহার করার জন্যই এই পরিবর্তন। এর মাধ্যমে যাতে অতি ক্ষুদ্র এবং বৃহৎ বিষয়গুলোকে সুক্ষ্ম ও সঠিকভাবে পরিমাপ করা যায় সেজন্য সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে।


ফ্রান্সের এক প্লাটিনাম-ইরিডিয়াম ধাতুর মাধ্যমে তৈরি বাটখারার ভিত্তিতে ১৮৮৯ সাল থেকে কিলোগ্রামের পরিমাপ করা হতো।


‘ল্য গ্রঁদ কে’ নামের প্ল্যাটিনাম-ইরিডিয়ামের তৈরি এই সিলিন্ডারটি ফ্রান্সে রক্ষিত আছে। এর কিছু হুবহু নমুনা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে।


পদার্থবিদরা বলেন, প্লাটিনামের ওজন সবসময় এক থাকে না, নানা কারণে একটি ওজন পরিবর্তিত হয়। যদিও এই পরিবর্তন খুবই সুক্ষ্ম। সাধারণ মানুষের জীবনে এর কোনো প্রভাব না পড়লেও বৈজ্ঞানিক গবেষণায় কিছু সমস্যা তৈরি করছিল এটি।


ফ্রান্সে রাখা ‘লা গ্রঁদ কে’ ও পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা এর নমুনাগুলোর সাথে কিছু তারতম্য তৈরি হয়েছে। যদিও বিষয়টি খুবই সুক্ষ্ম, তবুও বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিজ্ঞানীরা।


কিলোগ্রামের নতুন সংজ্ঞা বৈদ্যুতিক প্রবাহের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com