শিরোনাম
রোজায় দিনের বেলা খাওয়ায় আটক ৮০
প্রকাশ : ১৬ মে ২০১৯, ১৩:৫৫
রোজায় দিনের বেলা খাওয়ায় আটক ৮০
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে রমজানে দিনের বেলা জনসম্মুখে খাওয়ার অভিযোগে ৮০ জনকে সীমিত সময়ের জন্য আটক করেছে দেশটির ইসলামিক শরিয়া পুলিশ।


দেশটির উত্তরাঞ্চলে যেসব রাজ্যে ২০০০ সালের পর থেকে শরিয়া আইন কার্যকর করা হয়, কানো তার মধ্যে একটি।


নাইজেরিয়ায় ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও আংশিকভাবে বাস্তবায়ন করা হয়।


কানো রাজ্যের হিসবাহ মুখপাত্র আদামু ইয়াহইয়া জানান, আটক ব্যক্তিদের সবাই মুসলিম। অমুসলিমদের যেহেতু ইসলামের নিয়ম-কানুন মানতে হয় না, তাই এই ধরণের অভিযানে কর্তৃপক্ষ অমুসলিমদের লক্ষ্যবস্তু করে না।


তিনি বলেন, আটকদের কয়কজন জানিয়েছেন যে তারা রমজানের চাঁদ নিজে না দেখায় রোজা পালন করেন না। আর বাকিরা অসুস্থতাকে রোজা না রাখার কারণ হিসেবে উল্লেখ করেছে।


তবে কর্তৃপক্ষ তাদের সবার যুক্তিকেই ভিত্তিহীন বলে দাবি করেছে। প্রথমবার আইন ভাঙায় আটক ৮০ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয় বলে জানান ইয়াহইয়া।


তাদেরকে সাবধান করে দেয়া হয়, এরপর যদি তারা ধরা পড়ে তাহলে তাদের আদালতেও পাঠানো হতে পারে।


যেসব মুসলিমরা রোজা রাখেন না, তাদের বিরুদ্ধে পুরো রমজান মাসই এ ধরণের অভিযান চলবে বলে হিসবাহ'র পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com