শিরোনাম
স্কুল শিক্ষকের বেতন বস্তা বস্তা প্লাস্টিক বর্জ্য!
প্রকাশ : ০৭ মে ২০১৯, ১৩:৩৭
স্কুল শিক্ষকের বেতন বস্তা বস্তা প্লাস্টিক বর্জ্য!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্কুলের বেতন হিসেবে একটা কানাকড়িও নেন না তিনি। ছাত্রদের কাছে বর্জ্য পদার্থ চেয়ে নজির গড়েছে ভারতের আসামের গুয়াহাটির অক্ষর বিদ্যালয়।


সম্ভবত পৃথিবীর কোনো এক কোণে এই প্রথম কোনো বিদ্যালয় ছাত্রদের বেতন হিসেবে কাছে ব্যাগভরতি প্লাস্টিক চেয়ে নজির গড়ল।


২০১৬ সালে মজিন মুখতার ও পারমিতা শর্মা সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের কচিকাচাদের নিয়ে খুলেছিলেন এই স্কুল। পাশাপাশি তাদের লক্ষ্য ছিল আরো একটি পরিবেশ রক্ষা করা।


স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতি সপ্তাহে ১০-২০ ব্যাগ বোঝাই করে প্লাস্টিক জমা করে। শুধু তাই নয়। মানুষকে প্লাস্টিক না পোড়ানোরও আবেদন জানায় এই স্কুলের খুদে পড়ুয়ারা।


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পড়াশোনা করে দেশে ফিরেই স্কুলটি খুলতে উদ্যত হয় মজিন। ছোটবেলার বন্ধু পারমিতা তাকে আসামের সামাজিক চিত্রটা বোঝাতে সাহায্য করে।


পারমিতার কথায়, এই রাজ্যের মানুষ প্লাস্টিক ব্যবহার করে বিশাল পরিমাণে। আর এই অতিরিক্ত পরিমাণে প্লাস্টিকের ব্যবহার যে শুধু পরিবেশের ক্ষতি করছে তাই নয়। সাথে বাস্তুসংস্থামটাও শেষ করে দিচ্ছে। শীতকালে মানুষ তো আবার নিজেদের একটু গরম রাখতে এই প্লাস্টিকও পুড়িয়ে থাকে।


তিনি বলেন, আর তারপরেই আমাদের মাথায় প্ল্যান আসে, ব্যবহৃত বর্জ্য প্লাস্টিক রিসাইকেল করে যদি একটু হলেও পরিবেশটা বাঁচিয়ে রাখা যায়।


গত বছরেই মজিন ও পারমিতা গাঁটছড়া বাঁধেন। আর তারপরে তাদের পাখির চোখ স্কুলটার জন্য আরো অনেক কিছু করার। সূত্র: এই সময়


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com