শিরোনাম
চীনে নদীর তীরে ৫০ কোটি বছর আগের জীবাশ্ম আবিষ্কার
প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১১:১৭
চীনে নদীর তীরে ৫০ কোটি বছর আগের জীবাশ্ম আবিষ্কার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিজ্ঞানীরা বলেছেন, চীনের এক নদীর তীর থেকে তারা হাজার হাজার জীবাশ্ম আবিষ্কার করেছেন। এই জীবাশ্মগুলো সম্পূর্ণ ভিন্ন কারণ এই প্রাণীগুলোর দেহের কোমল কোষ, যেমন ত্বক, চোখ বা দেহের অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলো এত বছর পরও সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে।


জীবাশ্মবিজ্ঞানীরা বলেছেন, এই আবিষ্কার একেবারে মাথা ঘুরিয়ে দেয়ার মতো। কারণ এদের অর্ধেকেরও বেশি প্রজাতি অনাবিষ্কৃত ছিল। এই জীবাশ্মগুলোর নাম দেয়া হয়েছে 'চিঙজিয়াং বাইওটা'।


চীনের হুবেই প্রদেশের ডানশুয়ে নদীর তীরে এগুলোকে খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা সেখান থেকে এ পর্যন্ত ২০ হাজার নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৩৫১টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে।


নমুনাগুলোর মধ্যে রয়েছে নানা রকম পোকা, জেলিফিশ, সি অ্যানেমোনে ও শ্যাওলা। এগুলোর বয়স ৫১ কোটি ৮০ লাখ বছর।


চীনের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিংলিয়াং ঝ্যাং বলেছেন, প্রাণীর উদ্ভবের গোঁড়ার দিক সম্পর্কে গবেষণায় এই জীবাশ্মগুলো গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে। এই আবিষ্কারটি বিশেষভাবে বিস্ময়কর এই জন্য যে নরম দেহের যেসব প্রাণী সেগুলো সাধারণত জীবাশ্মতে পরিণত হয় না।


তিনি বলেন, সম্ভবত কোনো ঝড়ের ধাক্কায় এই প্রাণীগুলো দ্রুত নদীতে পলির নীচে চাপা পড়ে যায়। অধ্যাপক ঝ্যাং এই বিষয়ে একটি গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন।


জীবাশ্মবিজ্ঞানী অ্যালিসন ডেলি বলছেন, জীবাশ্ম বিজ্ঞানে গত ১০০ বছরের মধ্যে এতবড় আবিষ্কার আর হয়নি। তিনি এই নমুনাগুলো বিশ্লেষণ করেছেন। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com