শিরোনাম
মুরগির আক্রমণে শিয়ালের মৃত্যু!
প্রকাশ : ১৪ মার্চ ২০১৯, ০৯:৩১
মুরগির আক্রমণে শিয়ালের মৃত্যু!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রিটানিতে একটি স্কুলের খামারে মুরগির আক্রমণে একটি ছোট শিয়ালের মৃত্যু হয়েছে। মুরগির খাঁচায় শিয়ালটি ঢুকে পড়লে দরজা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আর তারপরেই ঘটে এই অস্বাভাবিক ঘটনাটি।


ওই খাঁচায় তিন হাজার মুরগি ছিল। কৃষি বিষয়ক স্কুল গ্রস-চেনের ফার্মিং-এর প্রধান প্যাসকেল ড্যানিয়েল বলেন, এটা এদের সহজাত প্রবৃত্তি। তারা ঠোঁট দিয়ে শিয়ালটিকে আক্রমণ করে। পরের দিনে খামারের এক কোণে শিয়ালটির লাশ পাওয়া যায়।


তিনি বলেন, এটার ঘাড়ে মুরগির ঠোকরানোর চিহ্ন ছিল। পাঁচ একর জমির উপর করা এই খামারে প্রায় ছয় হাজার মুরগি প্রাকৃতিক পরিবেশে পালন করা হয়।


বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, দিনের বেলায় খাঁচার দরজা খুলে রাখা হয় যাতে মুরগিগুলো বাইরে ঘুরে-ফিরে বেড়াতে পারে। ধারণা করা হচ্ছে, সে সময়ই শিয়াল শাবকটি মুরগির খাঁচায় ঢুকে পড়ে।


এরপর যখন স্বয়ংক্রিয় খাঁচাটি বন্ধ হয়ে যায়, তখন পাঁচ-ছয় মাস বয়সের এই বাচ্চা শিয়ালটি ভেতরে আটকা পড়ে।


ড্যানিয়েল বলেন, সম্ভবত এতোগুলো মুরগির আক্রমণে শিয়ালটি ভয় পেয়ে গিয়েছিল। মুরগিগুলো দলবদ্ধ অবস্থায় খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com