শিরোনাম
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কানে তানাকা
প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ০৯:০২
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কানে তানাকা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক ব্যক্তি পশ্চিম জাপানের ফুকুওকার বাসিন্দা ১১৬ বছর বয়সী নারী কানে তানাকা। গিনেস বুকে স্থান করে নিয়েছেন সেজন্য তিনি।


ফুকুওকার একটি নার্সিংহোমে বর্তমানে চিকিৎসাধীন কানে। সিটি মেয়র শচিরো তাকাশিমা ও শুভাকাক্ষীরা মিলে শনিবার সেখানে তার এ স্বীকৃতি উদযাপন করেছে।


সম্প্রতি তার ১১৬ বছরের জন্মদিন পালিত হল সেই নার্সিংহোমে। কেক কেটে দিনটা সকলের সঙ্গে উপভোগ করেন তিনি।


তার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত কী? প্রশ্নের উত্তরে কানে বলেন, এই মুহূর্তটাই’।


১৯০৩ সালে ২ জানুয়ারি জন্ম তার। ওই বছরই বিশ্বে প্রথমবারের জন্য বিমান উড়িয়েছিলেন রাইট ভ্রাতৃদ্বয়। তারপর ১৯২২ সালে হিডেও তানাকার সঙ্গে বিয়ে হয় তার। পাচ সন্তানের মা তিনি। এর মধ্যে পঞ্চম সন্তানকে অবশ্য দত্তক নিয়েছিলেন তানাকা দম্পতি।
রোজ সকাল ৬টায় ঘুম থেকে ওঠা অভ্যাস তার। আর বিকেল কাটান অঙ্ক কষে আর ক্যালিগ্রাফি অনুশীলন করে।


এর আগেও জাপানের একজন নারীই বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। জুলাইতে ১১৭ বছর বয়সী চিয়ো মিয়াকোর মৃত্যু হয়।


তবে এ পর্যন্ত রেকর্ডকৃত বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তিটি ছিলেন ফ্রান্সের নাগরিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যানুযায়ী ফরাসি জেন লুইস ক্যালেমা ১২২ বছর পর্যন্ত জীবিত ছিলেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com