শিরোনাম
কেন নভেম্বরের মঙ্গলবারেই মার্কিন নির্বাচন হয়?
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:৫৪
কেন নভেম্বরের মঙ্গলবারেই মার্কিন নির্বাচন হয়?
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের মহাপরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বের প্রতিটি দেশেরই বেশ আগ্রহ রয়েছে। কারণ এ নির্বাচনের মাধ্যমেই আগামী চার বছরে বিশ্বের সার্বিক পরিস্থিতি অনেকটাই নির্ভর করে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যে-ই নির্বাচিত হন না কেন তার প্রভাব পড়ে গোটা দুনিয়ায়। চার বছর অন্তর অন্তর নভেম্বর মাসের মঙ্গলবার আলোচিত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কখনো কি ভেবে দেখেছেন কেন প্রতিবার নভেম্বর এবং মঙ্গলবার এর আয়োজন করা হয়? না জানলে জেনে নিন-


বিশ্বের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রেই ভোটারদের ভোট দেয়ার হার সবচেয়ে কম। ব্যস্ততার কারণে এক-চতুর্থাংশেরও বেশি ভোটার ভোটকেন্দ্রে যান না। গণতান্ত্রিক ব্যবস্থার শুরুর দিকে ছুটির দিনে নির্বাচনের আয়োজন করেও কোনো লাভ হয়নি।



১৮৪৫ সাল থেকে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন নির্দিষ্ট করা হয়। ওই নিয়ম চালুর সময়টাতে যুক্তরাষ্ট্র ছিল কৃষিপ্রধান দেশ। ঘোড়ায় টানা গাড়িতে করে কাছের ভোটকেন্দ্রে যেতে অনেক সময় লেগে যেত কৃষকদের। শনিবার ছিল ফসলের মাঠে কাজের দিন। ধর্মকর্মের কারণে রবিবার দূরে যাওয়া যেত না। আর বুধবার ছিল বাজারের দিন। মাঝখানে বাকি ছিল মঙ্গলবার। সেকারণেই মঙ্গলবারকে ভোটের দিন হিসেবে বেছে নেয়া হয়।



মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ বা মাস হিসেবে নভেম্বরকে বেছে নেয়ার কারণ সেসময় নভেম্বর মাস পড়তে পড়তে যুক্তরাষ্ট্রে ফসল কাটা শেষ হয়ে যেত। নভেম্বরের শেষ হতেই শীত নামতো জাঁকিয়ে। তাই ভোটের উপযুক্ত সময় হিসেবে বেছে নেয়া হয় নভেম্বর মাসকে। সূত্র: হলিউড নিউজ



বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com