শিরোনাম
রাশিয়ায় সবুজ বরফ!
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২১
রাশিয়ায় সবুজ বরফ!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার পারভুরালস্ক শহরে দেখা গেছে সবুজ রঙের বরফ। শহরটিতে প্রায় ১২৫,০০০ জন জনসংখ্যা রয়েছেন।


শহরের বাসিন্দা নাতালিয়া সলোভে জানান, সবুজ রঙের বরফের ওপর দিয়ে হেঁটে যাওয়ার পর বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। তারা কাশতে থাকে ও তাদের ত্বক লালচে হয় পড়ে, চুলকানি দেখা দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, এই বিষয়টা ওই এলাকার জন্য নতুন নয়।


সম্প্রতি পারভুরালস্ক শহরে থাকা একটি কারখানার কারণে এই সমস্যাটি হয়েছে বলে দাবি করেছেন শহরবাসী। কারখানার মুখপাত্র দাবি করেছে, বরফে এমন রং হওয়াটা ক্ষতিকর কিছু নয়।


শহরের বাসিন্দারা, বিশেষ করে পিতামাতা ও শিক্ষকরা এর বিরোধিতা করেছেন। তারা বলেছেন, বাচ্চাদের নার্সারির আশপাশে সবুজ বরফ দেখা দেয়ার পর বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে।


স্থানীয়রা জানান, এমন সবুজ বরফ তারা প্রতি বছরই দেখেন। ২০১৬ সালে একটি পাইপ থেকে ক্রোমিয়ামের সবুজ রং রঞ্জিত পানি উপচে পড়েছিল শহরজুড়ে। রাশিয়ার অন্যান্য জায়গাতেও পরিবেশ দূষণের জন্য বরফে অদ্ভুত রং দেখা গেছে। শহর কর্তৃপক্ষ সেটাকে সাদা রং করে ঢাকারও চেষ্টা করেছেন।


বিবার্তা/মনন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com