শিরোনাম
অপরাধী ধরতে উড়ন্ত বাইক !
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ১৫:৩৯
অপরাধী ধরতে উড়ন্ত বাইক !
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সামনেই অপরাধীদের গাড়ি। পাল্লা দিতে পারছে না বাইকটা। আচমকাই বাইকটা উড়ে গাড়ি ডিঙিয়ে সামনে এসে পড়ল। না, হলিউডের কোনো ছবির দৃশ্য নয়, একেবারে বাস্তব।


সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ ইতোমধ্যেই এই হোভার মোটরবাইক ব্যবহার করছে অপরাধীদের পাকড়াও করতে।


গত বছরের অক্টোবরে জিটেক্স টেকনোলজি সপ্তাহ শীর্ষক সম্মেলনে এই হোভারবাইক প্রকাশ্যে আসে। হোভারবাইক জরুরি পরিস্থিতিতে পুলিশ বাহিনী ব্যবহার করতে পারবে এবং রাস্তার গতিপ্রকৃতি বা অপরাধীদের অনুসরণ করতে প্রয়োজনে উড়েও যেতে পারবে।


এই হোভারবাইক অনেকটা স্পিডার বাইক ধাঁচের, যা স্কাউট ট্রুপাররা ব্যবহার করেন। দুবাইয়ের রাস্তায় চক্কর খাবে এটি। রাশিয়া হোভার সার্ফের তৈরি এই ক্র্যাফট পুরোপুরি বৈদ্যুতিক এবং ৬০০ পাউন্ডের উপর ওজন নিতে সক্ষম।



এই হোভারবাইক প্রতি চার্জে উড়ন্ত অবস্থায় ২৫ মিনিট চালানো যাবে। স্করপিয়ন নামের এই হোভারবাইক নানা জরুরি পরিস্থিতিতে টানা সাড়ে ছয় কিমি পর্যন্ত উড়তে পারে। প্রায় ৫ মিটার পর্যন্ত উচ্চতায় উড়তে পারবে এটি। ৯৭ কিমি প্রতি ঘণ্টা এর গতিবেগ।


হোভারসার্ফের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সান্ডার আতামানভ জানান, দুবাই পুলিশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা।


এর স্করপিয়ন মডেলের দাম এক কোটি টাকার বেশি। এতে থাকবে নতুন ব্যাটারি ও কার্বন ফাইবার ফ্রেম। এর ওজন প্রায় ১১৪ কিলোগ্রাম। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com