শিরোনাম
অবশেষে অবনীকে গুলি করে হত্যা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ১৫:৪৭
অবশেষে অবনীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গুলি করে মেরে ফেলা হল অবনীকে। ভারতের মহারাষ্ট্রের রালেগাঁও জেলার জাভাতমালে শুক্রবার রাতে তাকে গুলি করে মারা হয়।


হঠাৎই মানুষখেকো হয়ে উঠে বাঘিনী অবনী। মহারাষ্ট্রের পান্ধারকাওড়া জঙ্গল আর তার আশপাশের এলাকায় গত দু’বছরে অবনীর পেটে গেছে অন্তত ১৩ জন। ফলে পুরো এলাকায় ত্রাস হয়ে উঠেছিল অবনী।


গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অবিলম্বে অবনীকে মেরে ফেলতে নির্দেশ দেয়। কিন্তু গত তিন মাস ধরে তন্নতন্ন তল্লাশি চালিয়েও রালেগাঁওয়ের গভীর জঙ্গলে বাঘিনী অবনীর হদিশ পাচ্ছিলেন না মহারাষ্ট্রের বন দফতরের পদস্থ কর্মকর্তা ও কর্মীরা। সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় প্রায় ১৫০ সদস্যের একটি দল এ অভিযান চালাচ্ছিল।


রালেগাঁওয়ের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, নামজাদা বাঘশিকারী নবাব শফাত আলীর ছেলে আসগর আলীর গুলিতেই শুক্রবার রাতে রালেগাঁওয়ের বোরাতি জঙ্গলের ১৪৯ নম্বর কম্পার্টমেন্টে মারা যায় অবনী। ১০ মাসের দু’টি বাচ্চা আছে অবনীর।


মহারাষ্ট্রের বন দফতর সূত্রের খবর, অবনীকে ফাঁদে ফেলার জন্য অন্য বাঘিনীদের মূত্র ছড়ানো হয়েছিল। ছড়ানো হয়েছিল বিশেষ একটি মার্কিন পারফিউমও। তার টানেই শিকারীর ধারেকাছে এসে পড়েছিল অবনী। তাকে ধরার জন্য গত তিন মাসে ১৫০ বনকর্মী ও বাঘশিকারীর পাশাপাশি নামানো হয়েছিল কয়েকটি হাতিও।


অবনীকে জাভাতমালের গভীর জঙ্গলে প্রথম দেখা গিয়েছিল আজ থেকে ৬ বছর আগে, ২০১২ সালে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com