শিরোনাম
গাঁজা বৈধ হলো কানাডায়
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:৩৩
গাঁজা বৈধ হলো কানাডায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডায় গাঁজা আর নিষিদ্ধ নেশা নয়। বুধবার মধ্যরাত থেকে দেশটির বাজারে গাঁজা বিক্রি ও ব্যবহার উন্মুক্ত করে দেয়া হয়েছে।


উরুগুয়ে ছিল প্রথম দেশ, যারা গাঁজাকে বৈধ করেছিল। তারও আগে পর্তুগাল ও নেদারল্যান্ডস গাঁজাকে ''অপরাধমূলক ড্রাগ নয়'' বলে স্বীকৃতি দেয়।


কেন কানাডা গাঁজা বৈধ করলো?
স্বাস্থ্যের ওপর গাঁজার প্রভাব, আইন এবং জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে কানাডায় দীর্ঘদিন ধরে গাঁজাকে বৈধতা দেয়ার প্রশ্নে তর্ক-বিতর্ক চলছিল।


অবশেষে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি ২০১৫ সালে যে প্রচারণা চালিয়েছিল সেটাই পরিপূর্ণতা পেল গাঁজা বৈধকরণের মধ্যে দিয়ে।


প্রধানমন্ত্রী জোর দিয়েই বলেছিলেন, কানাডা হলো বিশ্বের মধ্যে অন্যতম একটা দেশ যেখানে সবচেয়ে বেশি গাঁজা গ্রহণ করা হয়। কিন্তু এখানে শত বছরের পুরনো আইনে এটাকে অপরাধমূলক কাজ হিসেবে ধরা হয়।


তিনি বলেন, নতুন এই আইন এমনভাবে করা হয়েছে যাতে করে গাঁজা অপ্রাপ্তবয়স্কদের নাগালের বাইরে থাকে।


ফেডারেল সরকার ধারণা করছে, গাঁজা বিক্রির মাধ্যমে বছরে ৪০০ মিলিয়ন ডলার ট্যাক্স রেভিনিউ বাড়বে।


নতুন নিয়মে কী আছে?
প্রাপ্তবয়স্করা গাঁজা থেকে তৈরি তেল, বীজ, গাছ ও শুকনো পাতা কিনতে পারবেন লাইসেন্স করা কোনো উৎপাদক এবং বিক্রেতার কাছ থেকে।


প্রকাশ্যে একজনের কাছে ৩০ গ্রামের বেশি গাঁজা থাকতে পারবে না।


কেউ বাড়িতে চারটির বেশি গাঁজার গাছ লাগাতে পারবে না। লাইসেন্স নেই এমন ডিলারের কাছ থেকে গাঁজা কেনা যাবে না।


গাঁজামিশ্রিত খাবার এখনই অবশ্য পাওয়া যাবে না। এটার জন্য একটা বিল পাস করতে হবে এবং এক বছরের মধ্যেই এটা হতে পারে।


যদি কেউ অপ্রাপ্তবয়স্ক কারো কাছে গাঁজা বিক্রি করে তবে তার ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।


উল্লেখ্য, অবশ্য চিকিৎসায় রোগের উপশম হিসেবে কানাডা ২০১১ সালেই গাঁজা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।


কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, বিশেষভাবে তৃতীয় বৃহত্তম শহর ভ্যাঙ্কুভারে গাঁজা ব্যবহারের চল রয়েছে বহুদিন ধরে। ভ্যাঙ্কুভারকে বলা হয় কানাডার গাঁজার রাজধানী। বিশ্বের সবচেয়ে বড় গাঁজার ফার্মও রয়েছে এই শহর থেকে সামান্য দূরে ফ্রেজার ভ্যালিতে। যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছাকাছি এটি। সূত্র : বিবিসি


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com