শিরোনাম
পড়ুয়া মেয়ে
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২
পড়ুয়া মেয়ে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেয়েটির নামে শামসা আল নাক্বভী। এখনো স্কুলে পড়ে। সংযুক্ত আরব আমিরাতের এ মেয়েটি গত ছয় বছরে ৩০০ বই পড়ে বৃহস্পতিবার তৃতীয় আরব বই পড়া প্রতিযোগিতায় (আরব রিডিং চ্যালেঞ্জ - এআরসি) তার দেশের চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ২৮-২৯ অক্টোবর প্রতিযোগিতার সেমিফাইনালে সে নিজ দেশের প্রতিনিধিত্ব করবে।


১৭ বছর বয়সী এ টিনএজার শুধু বইপোকাই নয়, সে একজন কবি এবং থিয়েটার ডিরেক্টরও।


শামসা চূড়ান্ত পর্যায়ে ১২ প্রতিযোগীকে পরাজিত করে শিরোপা জয় করে। এই ১২ প্রতিযোগী বাছাই করা হয় দেশটির ১,২৪৫টি সরকারি ও বেসরকারি স্কুলের ৩৫১,০০০ অংশগ্রহণকারীর মধ্য হতে। শামসা তার আত্মবিশ্বাস, চিন্তাশক্তি, সমস্যা সমাধান, তার পঠিত বইয়ের বৈচিত্র্য, পঠিত বিষয় বোঝার ক্ষমতা এবং বিশুদ্ধ আরবী উচ্চারণে কথা বলা- এসব বিষয়ে দক্ষতা দেখিয়ে অন্যদের হারিয়ে দেয়।


প্রতিযোগিতাটি ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে ওতে জয়ী হয়ে একটুও অবাক হয়নি শামসা। প্রবল আত্মবিশ্বাস নিয়ে সে বলেছে, আমি জয়ী হতে চাই ফাইনালে, যেখানে আসবে মধ্যপ্রাচ্যের সব দেশ। সূত্র : খালিজ টাইমস


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com