শিরোনাম
অনলাইনে অর্ডার দিয়ে এঁটো খাবার!
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৭
অনলাইনে অর্ডার দিয়ে এঁটো খাবার!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেলিফোনে কিংবা অনলাইনে রান্না করা খাবারের অর্ডার দিয়ে ঘরে বসে তা পেয়ে যাওয়া - এটা আমাদের দেশে এখনো বহুলপ্রচলিত না-হলেও ঢাকায় কিন্তু প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে। আপনিও নিশ্চয়ই খাবার অর্ডার দিয়েছেন বা দেন কখনো কখনো। কিন্তু কখনো ভেবেছেন, যে খাবারটি আপনি অর্ডার করেছেন, ডেলিভারির আগে তাতে কেউ ভাগ বসিয়েছে কিংবা ওখান থেকে কেউ একটুখানি খেয়ে এঁটো করে দিয়েছে কিনা?


অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকলেও এমন ঘটনা কিন্তু ঘটে। চীনে তেমনই এক ঘটনা সাড়া ফেলেছে।


ঘটনাটি ঘটেছে গুয়াংদং রাজ্যের সিহুই শহরে। চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে এ ঘটনার ফুটেজটি প্রথমে প্রকাশ পায়। পরে তা ফেসবুকেও ছড়িয়ে পড়ে। সিসিটিভির সেই ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি খাবার ডেলিভারি দেবার জন্য লিফটে উঠছিল। লিফটের মধ্যেই সে খাবারের একটি প্যাকেট খুলে তা থেকে খাওয়া শুরু করে। আরেকটি প্যাকেটে স্যুপমতো কিছু-একটা ছিল। ওই ডেলিভারিম্যান তাতেও চুমুক দেয় এবং তারপর আবার প্যাকেটটি ভালোভাবে আটকে ভদ্রলোকের মতো লিফট থেকে বেরিয়ে হাঁটা শুরু করে।


চীনের অনলাইন প্ল্যাটফর্ম সাংহাইলিস্টের মতে, লোকটি সেদেশের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ মাইটুয়ানের কর্মচারি। তারা জানিয়েছে, এই কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে।


এমন ঘটনা এটাই প্রথম নয়, গত বছরও এক ডেলিভারিম্যান স্যুপ খেয়ে মূত্র দিয়ে তা ভরে দিয়েছিল।


ফেসবুকে তাই একজন লিখেছেন, ‘‘এই কারণে আমি খাবার অর্ডার দিয়ে খাই না।'' সূত্র : ডয়চে ভেলে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com