শিরোনাম
কীটনাশকের বদলে হাঁস!
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯
কীটনাশকের বদলে হাঁস!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কীটনাশক ব্যবহার নিয়ে সারা বিশ্বে সচেতন মানুষেরা এখন সোচ্চার। কিন্তু পোকামাকড়ের হাত থেকে জমির ফসল বাঁচাতে এর বিকল্পই বা কী! ফলে এ নীরব ঘাতকের ব্যবহার কমানোও যাচ্ছে না। কিন্তু তাই বলে সৃজনশীল মানুষ নিশ্চেষ্ট বসেও নেই, তারা কীটনাশকের বিকল্প খোঁজার চেষ্টা চালিয়েই যাচ্ছে। তা থেকেই এসেছে একটি সুখবর। একদিন আগে পোস্ট করা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, কীটনাশকের বদলে জমিতে হাঁস ব্যবহার করছেন জাপানের কৃষকরা আর এতে দারুণ ফলও পাচ্ছেন তাঁরা।


জানা গেছে, ‘ব্রেড ডাক' নামে পরিচিতি বিশেষ প্রজাতির একটি হাঁস ফসলের জমিতে কীটনাশকের কাজে ভীষণ দক্ষ। হাঁসগুলোকে ধানক্ষেতে ছেড়ে দেন চাষীরা আর সেগুলো জমির সব পোকামাকড় ও আগাছা খেয়ে সাফ করে ফেলে, কিন্তু ধানগাছের কোনো ক্ষতি করে না।


কেবল আগাছা নয়, আগাছার বীজ পর্যন্ত খেয়ে ফেলে এই হাঁস। তাই পরবর্তী মৌসুমে ওই জমিতে আগাছা খুব কম হয়। এই পদ্ধতিতে বেড়ে ওঠা ফসল ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও টিকে থাকার লড়াইয়ে অন্যদের চেয়ে শক্তিশালী হয়।


এর ফলে কৃষকরা রাসায়নিক সারও ব্যবহার করেন না, যা পরিবেশের জন্য খুবই ভালো। কেবল একটাই অসুবিধা, যখন হাঁসগুলো খুব মোটা হয়ে যায়, তখন শরীরের ভারসাম্য রাখতে না পারায় ধান গাছগুলোকে মাড়িয়ে দেয়। তাই প্রতি বছর নতুন হাঁসের প্রয়োজন হয়।


কেবল জাপানেই নয়, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, এমনকি ইরানেও এ পদ্ধতি ব্যবহৃত হয়।


এ পদ্ধতিতে চাষবাসের ফলে রাসায়নিকের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমানো যায়। সূত্র : ডিডাব্লিউ


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com