শিরোনাম
‘ইডিয়ট’ লিখলে আসে ট্রাম্পের ছবি!
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ০৯:৪৭
‘ইডিয়ট’ লিখলে আসে ট্রাম্পের ছবি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘আমার আইকিউ সবচেয়ে বেশি এবং আপনারা সবাই এটি জানেন’। একবার নিজের এক টুইটে এমনটাই লিখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গুগলের কেউ বোধ হয় এটা জানেন না!


তা না হলে গুগল ইমেজে গিয়ে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিলে প্রথম ১৫ ফলাফলের মধ্যে ছয়টিতেই ট্রাম্পের ছবি দেখাবে কেন! হ্যাঁ, মূলত ব্রিটেনের গুগল ব্যবহারকারীদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে।


ব্রিটেনের বেশ কয়েকটি ব্লগেও ট্রাম্পের ছবির উপর মাউসের কারসার নিয়ে গেলে ‘ইডিয়ট’ লেখাটি দেখা যাচ্ছে।


সম্প্রতি ট্রাম্প ব্রিটেন সফরে গিয়েছিলেন। তখন বেশ কিছু প্রতিবাদী লন্ডনের রাস্তায় পোস্টার ও স্লোগান হাতে বিক্ষোভ দেখান।



‘গ্রিন ডে ২০০৪ সং’ নামে একটি প্রবন্ধেও ট্রাম্পের ছবির উপরে কারসার নিয়ে গেলে ‘ইডিয়ট’ শব্দটি দেখাচ্ছে। ‘দ্য নিউ ইয়র্কার, পপসুগার ও অফিসিয়াল চার্ট-সহ প্রত্যেকটি জায়গায় হেডলাইনে ‘আমেরিকান ইডিয়ট’ লেখা এবং রয়েছে ট্রাম্পের ছবিও।


সার্চ রেজাল্টে প্রথমেই এরকম আসার কারণ হিসাবে বলা হয়েছে, নির্দিষ্ট এই শব্দটিকে বেশ কিছু ছবিতে ‘মেটা-ট্যাগ’ হিসাবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু মানুষ ট্রাম্পের ছবি আপলোড করেছেন, ছবিগুলো সেভ করা হয়েছিল ‘ইডিয়ট’ নামে! সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com