শিরোনাম
এক মহৎপ্রাণ মানুষের মৃত্যু
প্রকাশ : ১৩ জুলাই ২০১৮, ১৯:৩৯
এক মহৎপ্রাণ মানুষের মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাঁর নাম শেখ আলী আল-সালেহ, কিন্তু মানুষ পরম শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে ডাকতো হাতেম আলমা নামে। কারণ, জগদ্বিখ্যাত পরোপকারী হাতেম তাঈ'র মতো তিনিও ছিলেন একজন অতিশয় দয়ালু, পরোপকারী ও মহৎপ্রাণ মানুষ। সারাজীবন তিনি মানুষের সেবা করেছেন, মরণেও তা-ই করে গেছেন। ক্ষমা করে গেছেন তাঁর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের।


এ মহৎপ্রাণ প্রবীণ সম্প্রতি সউদি আরবের আবহা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে তাঁর যে সাথীরা হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তিনি তাদের খুব করে বলে যান যে ড্রাইভারটির বেপরোয়া গাড়ি চালনার ফলে দুর্ঘটনাটি ঘটে, তাকে যেন অবশ্যই ক্ষমা করে দেয়া হয়।


পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মারা যাওয়ার খবর ছড়িয়ে চারদিকে শোকের ছায়া নেমে আসে। সউদি কবি ইব্রাহিম তালীআ আল-আলমি গভীর শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেন - যিনি ছিলেন নৈতিকতা ও মূল্যবোধের প্রতীক, ছিলেন আমাদের প্রেরণার উৎস, সেই আলী আল-সালেহ আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সূত্র: আল আরাবিয়া


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com