শিরোনাম
চৌগাছায় ‘ব্রাজিল বাড়ি’
প্রকাশ : ২০ জুন ২০১৮, ১৮:০৮
চৌগাছায় ‘ব্রাজিল বাড়ি’
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের চৌগাছায় নিজের দোতলা বাড়িটিকে ব্রাজিলের পতাকার রঙে রং করেছেন ব্রাজিল ভক্ত জামির হোসেন। শুধু নাম দিয়েই থেমে থাকেননি। রীতিমত আর্টিস্ট দিয়ে বাড়িটির সদরে বাংলা এবং ইংরেজিতে ‘ব্রাজিল বাড়ি’ আর্ট করিয়েছেন তিনি। যা পথচারীরা দাঁড়িয়ে এক নজরে দেখে নিচ্ছেন।


জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা হলেও তার নিজের দ্বিতল বাসভবনটি শহরের চৌগাছা-কোঁটচাদপুর সড়কের ইছাপুর বটতলায়। নিচতলায় ওয়েভ ফাউন্ডেশন নামের একটি এনজিওর অফিস। আর দোতলায় জামির থাকেন তার পরিবার নিয়ে।


চৌগাছা শহরের বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে মোটরসাইকেলের শো-রুমের পাশাপাশি টিভি-ফ্রিজের একটি শো-রুম রয়েছে জামিরের। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুটবলপ্রেমী এই ব্যক্তি ৭০ হাজার টাকা খরচ করে বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন।


জামির হোসেন বলেন, আমি ফুটবল ভালোবাসি। ফুটবলে আমার ভালোবাসা ব্রাজিল। তাই ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছি। ইচ্ছা আছে সুযোগ পেলে কোনোদিন ব্রাজিল গিয়ে বেড়িয়ে আসবো।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com