শিরোনাম
বগুড়ায় পাঁচ পায়ের অদ্ভুদ বাছুর
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৫:৫৫
বগুড়ায় পাঁচ পায়ের অদ্ভুদ বাছুর
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাঁচ পা নিয়ে অদ্ভুদ একটি বাছুর জন্ম নিয়েছে বগুড়ার নন্দীগ্রামে। বাছুরটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে বাছুরটির মালিকের বাসায়।


গাভীর মালিক খোকন প্রামাণিক জানান, তিনি পেশায় একজন কৃষক। দীর্ঘদিন যাবত তিনি গরু পালন করে আসছেন। শুক্রবার ভোররাতে সিংড়া উপজেলার লক্ষীখোলা গ্রামে তার পালিত একটি গাভী পাঁচ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটি জন্ম নেয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশ্ববর্তী গ্রামের শত শত উৎসুক জনতা বাছুরটিকে এক নজর দেখতে ভিড় করছে তার বাসায়।


বর্তমানে বাছুরটি সুস্থ্য আছে এবং হেঁটে বেড়াচ্ছে বলে জানান মালিক খোকন।


উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শফিউল আলম জানান, অনেক সময় জন্মগত ক্রটির কারণে এমনটা হয়ে থাকে। তবে এ ধরনের বাছুর জন্ম নেয়ার সাথে সাথে হাসপাতালে নিলে সমস্যা সমাধানের সম্ভাবনা থাকে।


বিবার্তা/নজরুল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com