শিরোনাম
৬ পা বিশিষ্ট বাছুর!
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ২২:৪৭
৬ পা বিশিষ্ট বাছুর!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের ৬ পা ও একটি অতিরিক্ত পেট নিয়ে জন্ম নিয়েছে বাছুর। ১৫ কেজি ওজনের এই বাছুর দেশটির চোংকিং শহরের গত ১০ মার্চ জন্ম নেয়। বাছুরটি সুস্থ আছে বলে জানালও এর মালিক। বাছুরটি দেখতে দূর থেকে লোকজন আসছে। অনেকে ছবি তুলছে। পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে ৬ পা বিশিষ্ট এই বাছুর।


বাছুরের মালিক জ্যাং গংজুন বলেন, ৫ বছর ধরে এই বাছুরের মাকে আমি পালন করি। এই পর্যন্ত চারটি বাছুর জন্ম দিয়েছে। এমন ৬ পা বিশিষ্ট বাছুর এই প্রথম তিনি দেখলেন। তিনি আরো বলেন, বাছুরটির অতিরিক্ত পা কোনো নাড়াতে পারে না। এটি তার দেহে লেগেই আছে। তবে এই পা বাছুরটিকে কোনো কষ্ট দেয় না।


প্রসঙ্গত, অতিরিক্ত পা নিয়ে এর আগেও বাছুর জন্মে ছিল চীনে। ২০১৪ সালে ৬ পা নিয়ে শানডং এলাকা এক বাছুর জন্ম নিয়েছিল। তবে সেই বাছুরের পা ছিল ঘাড়ের দিকে।


২০০২ সালে করা এক জরিপে দেখা যায় প্রতি ১ লাখ গাভীর মধ্যে একটি বাছুর জেনেটিক সমস্যা নিয়ে জন্মে। এ বাছুরের এমন অবস্থাকে বলা হয় পলিমেলিয়া। যার অন্য নাম জেনেটিক মিউটেশন। সূত্র : দ্যা মিরর অনলাইন




বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com